Pages

About Us

আমার ঘর

"আমার ঘর" এই শব্দটি বড় আপন বড়ই নিজের । "আমার ঘর" আমি আমাদের প্রতিষ্ঠান কে, আমাদের ব্যবসায়কে নাম এ জন্যই দেয়া কারন এর উৎপত্তি সত্যিই আমার ঘর থেকেই । বড় যত্নে বড় আকাঙ্খা নিয়ে আমার ঘরের প্রত্যেকটি পন্য তৈরি করা হয়েছে নিজের হাতে । আমার ঘরের প্রত্যেক সদস্য এর চাহিদা ও প্রয়োজন গুলো দেখে ভেবেছি, আমাদের নানী, দাদীরা কিভাবে তাহলে তাদের চুল, ত্বকের যত্ন নিত । এত বয়স হবার পরেও তারা কি করে এতটা সজীবতা সতেজতা ধরে রেখেছিলেন । তাদের সাথে কথা বলে তাদের অভিঙ্গতা এবং আমাদের পরিশ্রম এই দুটো মিশ্রনেই হচ্ছে "আমার ঘর"। আপনি হয়তো ভাববেন এত অনলাইনের বাজারে "আমার ঘর" কেন আলাদা ? আমি আপনাকে বলছি আমাদের পন্য যাচাই এর জন্যে একবার নিজেই ব্যবহার করুন, তফাৎ আপনি নিজেই অন্যের কাছে বলতে বাধ্য হবেন ইনশাহ আল্লাহ্ ।

এবার আসি আমারা "আমার ঘর" এর প্রত্যেকটি পন্য কিভাবে তৈরী করি ?

আমাদের পন্যে কোন ক্যামিক্যাল কোন আধুনিকতার ছোয়া নেই । সম্পূন্ন রুপে গাছ থেকে নিজের বাসার ছাদ থেকে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি ভেষজ কে প্রথমে শুকানো হয় । হামান দস্তায় গুড়ো করা হয় ।প্রত্যেকটি ভেষজকে পন্যের প্রয়োজনীয়তা অনুসারে নিদিষ্ট পরিমান গুড়ো একত্রে এনে রোদে শুকানো হয় । তেল তৈরীর ক্ষেত্রে প্রতিবার লোহার আদিজুগের আমার নানী, দাদীর হতে নেয়া সেই ভাপা ফুটো কড়াই, দীঘ সময় প্রতিটি ভেষজ কে তেলের সাথে মিশিয়ে ঘন্টার পর ঘন্টা এর শোঠন মিশ্রন অত্যন্ত ধৈর্য প্রতিষ্ঠা এবং যত্নের সাথেই আমরা করে থাকি । আপনি, আপনারা এই পন্য ব্যবহারের পরই বুঝতে পারবেন এবং অনুভব করবেন যেন আপনার পরিবারের নানী, দাদীর সেই আদর্শ ও নিয়মেই যত্নে আছেন আপনি । পন্যের প্যাকেটজাত করোনিতেও আমরা কোন জাকজমকতা আনিনি । আমাদের পন্য তার গুনে আপনার মনকে জয় করে নিতে ইনশাহ আল্লাহ যথেষ্ট হবে ।

ভবিষৎ পরিকল্পনা

ভবিষৎ পরিকল্পনা যদি জানতে চান তাহলে বলবো অন্য সবার মতই আমরা এই ব্যবসায় এর বিস্তার ঘটাতে চাই । দিন দিন আরও উন্নত মান করবো পন্যের তা বলবো না কারন আমর পন্যের মান এখন যা আছে ভবিষৎ এ ও তাই রাখব ইনশাহ আল্লাহ । কারন আমার পন্য নিয়ে আমরা যথেষ্ঠ আত্মবিশ্বাসী । আমাদের পন্য তার কাযপরিক্রিয়াতে যথেষ্ঠ হবে আপনার মনকে সন্তুষ্ট করবার জন্যে । তবে হ্যা যদি আপনাদের আগ্রহ থাকে তবে ভবিষৎতে আরও নতুন পন্য নিয়ে আসব ইনশাহআল্লাহ । 

https://web.facebook.com/amarghorr/
 

No comments:

Post a Comment